ময়মনসিংহ জংশন। ঈদ সামনে রেখে যাত্রী চাপ এখন প্ল্যাটফর্ম জুড়ে। কোলাহল মুখর আর হাঁকডাকে হকারদের ছুটে চলা নিত্যদিনের। বিভিন্ন গন্তব্যের যাত্রীদের উন্মুখ চোখে অপেক্ষা, কখন আসবে ট্রেন?
শতবর্ষী প্লাটফর্মের আরেকপাশে শুনশান নীরবতা। ইঞ্জিন সংকটে প্রায় ৩ মাস ধরে বন্ধ মোহনগঞ্জ-ময়মনসিংহ লোকাল ট্রেনটি। এতে সীমাহীন দুর্ভোগে নেত্রকোনা অঞ্চলের নানা শ্রেণী পেশার মানুষ।
নিম্ন আয়ের মানুষের যাতায়াতে অন্যতম মাধ্যম ছিল এ ট্রেনটি। মাত্র ৩০ টাকায় ময়মনসিংহ থেকে মোহনগঞ্জে পৌঁছানো যেতে। আর এখন ট্রেনটি বন্ধ থাকায় সড়ক পথে গুণতে হচ্ছে ৩০০ টাকার বেশি। ট্রেন যাত্রীদের দাবি ঈদের আগেই যাত্রী সেবা বাড়াতে এবং নির্বিঘ্নে ঈদযাত্রা নিশ্চিত করতে লোকাল ট্রেনটি পুনরায় চালু করা হোক।
ময়মনসিংহ জংশন রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ইঞ্জিন সংকট কেটে গেলেই যাত্রী সেবায় দ্রুত সময়ে চালু করা হবে লোকাল ট্রেনটি।
ময়মনসিংহ স্টেশনের সুপারিন্টেনডেন্ট নাজমুল হক খান বলেন, পুরা র্যাকটাই ঠিক আছে। স্টাফও আছে। ইঞ্জিন স্বল্পতার কারণে এখন চলছে না। পরবর্তীতে ইঞ্জিন সংকট কেটে গেলে ট্রেনটি যেকোনো সময় চালু হবে।’
ট্রেনটি বন্ধের প্রতিবাদ ও পুনরায় চালুর দাবিতে স্থানীয় সচেতন নাগরিক সমাজ সমাবেশ ও মানববন্ধন করেছে। দ্রুত সময়ে ট্রেন চালু না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছে তারা।