সুনামগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ফুচকা জব্দ

এখন জনপদে
0

সুনামগঞ্জ সদর ও তাহিরপুর উপজেলার দুই সীমান্ত এলাকা থেকে ২০২ পিস ভারতীয় শাড়ি ও ৬৭০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করেছে বিজিবি। আজ (বুধবার, ২৬ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জ- ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির।

বিজিবির তথ্যানুযায়ী, মঙ্গলবার রাতে সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ পণ্য আসছে এমন গোপন সংবাদ পাওয়া যায়। এর ভিত্তিতে জেলার সদর উপজেলার নারায়ণ তলা সীমান্ত ও তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।

রাতভর অভিযান পরিচালনা করে নারায়ণ সীমান্তের কামারভিটা নামক স্থান থেকে ২০২টি ভারতীয় শাড়ি ও তাহিরপুরের লাউড়েরগড় সীমান্ত থেকে ৬৭০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১৭ লাখ টাকা।

সুনামগঞ্জ- ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, ‘ঈদকে কেন্দ্র করে সীমান্ত এলাকা দিয়ে যাতে কোনো ধরনের অবৈধ পণ্য আসতে না পারে সে জন্য সীমান্ত নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।’

এএইচ