পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার পর প্রথমবার ছাত্রশিবিরের নবীন বরণ আয়োজন

এখন জনপদে
0

বরগুনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আজ (মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি) ইসলামী ছাত্রশিবির নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে। পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হওয়ার পর এটিই ছাত্রশিবিরের প্রথম কোনো আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে শিবিরের বিভিন্ন প্রকাশনাসহ উপহার বিতরণ করা হয়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুনুর রশিদ রাফি জানান, গত ১৫ বছরে আমরা যে আয়োজন করতে পারিনি, জুলাই অভ্যুত্থানে শহীদের রক্তের বিনিময়ে আজ আমরা সে আয়োজন করতে পেরেছি। মহান আল্লাহর কাছে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি।

অনুষ্ঠানে বরগুনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল প্রকৌশলী মো. আব্দুল কুদ্দুস সরদার, বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম তানভীর উদ্দিন, বরগুনা জেলা ছাত্র শিবির সভাপতি মুহাম্মদ সুমন আবদুল্লাহসহ শিক্ষার্থী, শিক্ষকসহ জেলা ও উপজেলার ছাত্র শিবির কর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, 'স্বৈরাচার পতনের পর তারা স্বাধীন বাংলাদেশ শিবিরের নৈতিকতা ও আদর্শ সম্পর্কে সাধারণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করছেন এবং শিক্ষার্থীদের মাঝ থেকেও ব্যাপক সাড়া পাচ্ছেন।'

ইএ