শিকড়
সংস্কৃতি ও বিনোদন
0

জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল টাঙ্গাইল শাড়ি

শাহনুর শাকিব
টাঙ্গাইল

ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে টাঙ্গাইল শাড়িকে স্বীকৃতি দিয়েছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি)।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) প্রকাশিত এক গেজেটে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ই-মেইলের মাধ্যমে শিল্প মন্ত্রণালয়ে টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য করার জন্য আবেদন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। আবেদন করার দু'দিন পরই এটিকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিল শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ডিপিডিটি।

এ বিষয়ে মো. কায়ছারুল ইসলাম বলেন, 'টাঙ্গাইল শাড়ি যেকোন বিচারে বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাবে। গত তিন মাস ধরে টাঙ্গাইল শাড়ির জিআই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য ডকুমেন্টেশন তৈরি করা হয়। শাড়িটির ২৫০ বছরের ইতিহাসের তথ্যাদি ও এর সঙ্গে সংশ্লিষ্ট মানুষের জীবন-জীবিকার তথ্য সংগ্রহ করে আবেদন করা হয়েছে।'

সম্প্রতি টাঙ্গাইল শাড়িকে নিজস্ব জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। এরপরই বাংলাদেশে শুরু হয় নানা সমালোচনা। ভারতের এমন কাজে প্রতিবাদ জানিয়েছে টাঙ্গাইলের বাসিন্দারা।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় টাঙ্গাইল শাড়িকে নিজস্ব জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়ার এক সপ্তাহ পরই বাংলাদেশের জিআই পণ্য হিসেবে টাঙ্গাইল শাড়িকে স্বীকৃতি দিল শিল্প মন্ত্রণালয়।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর