এবার চ্যানেল আই সেরাকণ্ঠের শিল্পী সোমনূর মনির কোনালের সঙ্গে গাইলেন বিপ্লব সাহা। গানের শিরোনাম 'তোমার চোখে চোখ পড়তেই'।
গানটি কথা লিখেছেন মারুফ আহমেদ এবং সুর করেছেন উজ্জ্বল সিনহা। গানটিতে মডেল হয়েছেন এই প্রজন্মের অত্যন্ত মেধাবী এবং জনপ্রিয় নায়ক সানজু জন এবং লাক্স ফটো সুন্দরী মিলা। গানের ভিডিও ধারণ করা হয়েছে ঢাকা শহরের বিভিন্ন লোকেশনে।
বিপ্লব সাহা বলেন, 'শুধু ফ্যাশন ডিজাইনের মধ্যে সৃষ্টিশীলতা সীমাবদ্ধ না রেখে ভিন্নমাত্রায় প্রকাশের লক্ষ্যে এবং ঈদের আনন্দকে আরো রাঙ্গিয়ে দিতে আমার এ আয়োজন।’
তিনি বলেন, ‘মিষ্টি সুর ও কথায় রোমান্টিক গান করলাম। কথার সঙ্গে মিলিয়ে ভিডিও বানানো হয়েছে। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।’