অন্যান্য
সংস্কৃতি ও বিনোদন
0

জাতীয় জাদুঘরকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেয়া হয়েছে: সংস্কৃতি উপদেষ্টা

জাতীয় জাদুঘরকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেয়া হয়েছে, লক্ষ্য আন্তর্জাতিক মানের জাদুঘরে রূপান্তর, স্থান পাবে ফ্যাসিবাদ হঠানোর রক্তমাখা স্মৃতি। আজ (বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

আজ (বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘সংস্কার কোন প্রক্রিয়াতে হবে তা কমিটি নির্ধারণ করবে। তবে স্বল্প ও দীর্ঘমেয়াদি কী কী সংস্কার হচ্ছে তা মানুষকে জানানো যাবে।’

এক প্রশ্নের জবাবেমোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে দলীয়করণ করেছে, তা এই সরকার করবে না।’

জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের ব্যাপারে তিনি বলেন, ‘এমনভাবে এসব স্মৃতি রক্ষা করা হবে, যাতে আর কেউ যাতে এখানে ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হতে না পারে।’

এএম