২০১১ সাল থেকে ক্যান্সারে ভুগছিলেন নব্বই দশকের জনপ্রিয় এই শিল্পী। এর পর ক্রমশ ফুসফুস এবং হাড়েও সংক্রমিত হয় ক্যান্সার। অবস্থার অবনতি হলে গত ২৩ জুলাই লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। অবশেষে ক্যান্সারের কাছে হার মানলেন তিনি।
তার প্রথম অ্যালবাম 'কুয়াশা প্রহর' ১৯৯৩ সালে প্রকাশ হয়। এরপর প্রকাশিত হয় 'দরজা খোলা বাড়ি', 'এক বিকেলে', 'একটা মানুষ', 'আমার আছে অন্ধকার', 'বেদনা শুধুই বেদনা', 'দেখা হবে না', 'বেশি কিছু নয়', 'ফিরতি পথে' এবং 'এমন কেন হলো'।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে। গান ছাড়াও তথ্যচিত্র নির্মাণ ও অনুষ্ঠান সঞ্চালক হিসেবেও পরিচিত ছিলেন অবিদুর রেজা জুয়েল।