অন্যান্য
সংস্কৃতি ও বিনোদন
0

কাল সকাল সোয়া ৯টায় মঙ্গল শোভাযাত্রা

আগামীকাল (রোববার, ১৪ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিটে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল।

আজ (শনিবার, ১৩ এপ্রিল) চারুকলা অনুষদে ২৮টি পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করার সময় এসব কথা বলেন তিনি।

উপাচার্য আরও বলেন, 'পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা শুরু হবে সকাল ৯টা ১৫ মিনিটে। শোভাযাত্রার জন্য সব নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রত্যেকটি জায়গায় সিসিটিভি লাগানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী থাকবে নিরাপত্তার জন্য।'

মঙ্গল শোভাযাত্রা নিয়ে কোনো প্রকার বাণিজ্যিক বিজ্ঞাপন ও প্রচারণা করা যাবে না বলেও জানান উপাচার্য।

তিনি আরও বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাবলিক টয়লেট ও প্রাথমিক চিকিৎসা বুথ বসানোর ব্যবসা গ্রহণ করা হয়েছে।'

নববর্ষের আয়োজন বিকাল ৫ টার মধ্যে শেষ করা হবে বলে জানিয়ে দিয়েছেন ড. এ এস এম মাকসুদ কামাল।

এদিকে শোভাযাত্রার সবধরনের প্রস্তুতি শেষ হয়েছে চারুকলা অনুষদে। মঙ্গল শোভাযাত্রার খুশির ঝড় আর বৈশাখী হাওয়া দোলা দেবে বাঙালির মননে। যাবতীয় জীর্ণতাকে পেছনে ফেলে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যেন আগামীর পথচলা আরও মঙ্গলময় করার নতুন বার্তা।

এসএস