আজ (শুক্রবার, ৩১ জানুয়ারি) চেহারা শনাক্তকারী প্রযুক্তির সাহায্যে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ১৬ জানুয়ারি হামলার রাতে শরিফুল ইসলাম নামের ঐ ব্যক্তি সাইফ আলী খানের ব্যান্দ্রার বাড়িতে ডাকাতির উদ্দেশে প্রবেশ করেন।
এর একপর্যায়ে সাইফের সাথে তার ধস্তাধস্তি হয় এবং ছুড়ি দিয়ে সাইফকে ৬ বার আঘাত করে ঐ শরিফুল।
১৯ জানুয়ারি শরিফুলকে গ্রেপ্তার করা হলেও সাইফের বাড়ি থেকে যে আঙুলের ছাপ উদ্ধার করা হয়, তার সাথে মেলেনি আটককৃতের ফিঙ্গারপ্রিন্ট।
যদিও শরিফুলের বাবার দাবি, সিসিটিভি ফুটেজে যে ব্যক্তিকে সাইফের বাড়িতে ঢুকতে দেখা গেছে, সেই ব্যক্তি আর শরিফুল এক নন।