রাজস্থানে প্রায় ১০ হাজার কেজি বিস্ফোরক পদার্থ উদ্ধার

বিস্ফোরক পদার্থ
বিস্ফোরক পদার্থ | ছবি: সংগৃহীত
0

প্রজাতন্ত্র দিবসের আগের রাতে ভারতের রাজস্থানের নাগৌর জেলা থেকে প্রায় ১০ হাজার কেজি বিস্ফোরক পদার্থ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া বিস্ফোরক আনা-নেয়ার সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে একজনকে।

আটক হওয়া ব্যক্তির নাম সুলেমান খান। তার বিরুদ্ধে একাধিক থানায় তিনটি মামলা আছে।

আরও পড়ুন:

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, গোপন তথ্যের ভিত্তিতে গত শনিবার (২৪ জানুয়ারি) দিনগত রাতে হারসৌর গ্রামে অভিযান চলায় নাগৌর পুলিশের একটি দল। এসময় মাটিচাপা দেয়া অবস্থায় অ্যামোনিয়াম নাইট্রেট ভর্তি ১৮৭টি বস্তা উদ্ধার করে তারা। ওজন করে দেখা যায় সেখানে প্রায় ৯ হাজার ৫৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট আছে।

বিস্ফোরক পদার্থ ছাড়াও নয়টি ডেটোনেটর এবং দু’টি ভিন্ন রঙের কয়েক বান্ডেল ফিউজ তার জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। তাদের দাবি, ২০২৫ এর নভেম্বরে দিল্লি লাল কেল্লায় বিস্ফোরণ ছাড়াও বেশ কয়েকটি ঘটনায় এ অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছে।

এসএস