অবশেষে ধরা হয়েছে বলিউড অভিনেতা সাইফ আলি খানের বাড়িতে ঢুকে তার উপর হামলায় ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির আসল নাম মোহাম্মদ শরীফ উল ইসলাম শেহজাদ হলেও, এতদিন বিজয় দাস নামে পরিচিত ছিলেন বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। সন্দেহভাজন ওই হামলাকারীর বয়স ৩০ বলেও জানানো হয়।
তবে, তার বিষয়ে আরও একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ। আর তা হলো গ্রেপ্তার হওয়া ব্যক্তি একজন বাংলাদেশি নাগরিক বলে ধারণা পুলিশের। তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং গেল কয়েক মাস ধরে মুম্বাইতে বসবাস করছিলেন বলেও তথ্য দিয়েছে মুম্বাই পুলিশ।
ভারতে ঢুকে নাম পরিবর্তন করে বিভিন্ন সময় বিভিন্ন নামে পরিচয় দিতেন বলেও জানানো হয়। অভিযুক্ত ব্যক্তি প্রায় চার মাস ধরে মুম্বাইতে বসবাস করছেন এবং একটি হাউস কিপিং এজেন্সিতে কাজ করতেন বলে জানা গেছে।
মুম্বাই জোন ৯ ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি নাগরিক হতে পারে বলে আমরা ধারণা করছি।’
গেল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে নাগাদ বলিউড সুপারস্টার সাইফ আলি খানের মুম্বাইয়ের নিজ বাড়িতে ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে, দ্রুত তাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হলে, শরীরে অস্ত্রোপচার করা হয়।
চিকিৎসকরা জানান, সাইফের মেরুদণ্ডে আঘাত লাগায় স্পাইনাল কর্ডে বড়সড় চোট লেগেছে। অভিনেতার মেরুদণ্ড থেকে আড়াই ইঞ্চি লম্বা ছুরির ফলা বের করার পর বর্তমানে বিপদমুক্ত সাইফ।