আজ (মঙ্গলবার, ৭ জানুয়ারি) সকাল ৮টায় প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে পিঠা উৎসব উদ্বোধন করেন শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাসুদুল আমীন শাহীন। এই পিঠা উৎসব চলে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত।
এবার ৯টি স্টলে মোট ১৫০ রকমের পিঠা স্থান পেয়েছে। এছাড়া পিঠা উৎসবে নানা রকমের বাহারি পিঠার শিক্ষার্থীদের মন কেড়েছে। পিঠা উৎসবে বড়দের পাশাপাশি শিশু-কিশোররাও বেশ উপভোগ করেছে।
এসময় শহরের বিভিন্ন শ্রেণির মানুষ পরিবার-পরিজন নিয়ে নিয়ে দলে দলে ভিড় করে পিঠা উৎসবে। ঘুরে ঘুরে বিভিন্ন স্টল পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন স্টলের নানাসব বাহারি পিঠা উপভোগ করেন।
শাহীন ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম হিমেল বলেন, 'বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব যাতে হারিয়ে না যায় তাই আমরা এ ঐতিহ্যকে ধরে রাখতে প্রতিবছর পিঠা উৎসবের আয়োজন করা হয়।'