সংস্কৃতি ও বিনোদন
0

ভূমি গ্যালারিতে চলছে শিল্পী সমর মজুমদারের ৫ম একক চিত্রপ্রদর্শনী

রাজধানীর লালমাটিয়ায় ভূমি গ্যালারিতে শুরু হয়েছে চিত্রশিল্পী সমর মজুমদারের ১০০টি চিত্রকর্ম নিয়ে ‘অনুস্মৃতি’ শিরোনামে ৫ম একক চিত্রপ্রদর্শনী। গত শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন সাহিত্য সমালোচক ও লেখক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

এ সময় অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘সমর মজুমদার খুব সরলভাবে গ্রামীণ নারীদের বিভিন্ন কর্মকাণ্ড তার ড্রইংয়ে তুলে ধরেছেন। শহরে বসে গ্রামীণ নারীদের বিভিন্ন কল্পকাহিনি তুলে ধরা এটি একটি ব্যতিক্রমী বিষয়। শিল্পীর পারদর্শিতা নির্ভর করে তার ড্রইংয়ের ওপর। সমর মজুমদারের সব কাজই ড্রইং নির্ভর। এ থেকে আমাদের নবীন শিল্পীদের অনেক কিছু শেখার আছে।’

এছাড়াও আয়োজন নিয়ে কথা বলেন, শিল্পাঙ্গনের রুমি নোমান এবং ভূমি গ্যালারির সাইফুর রহমান লেনিন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন দেশের প্রথিতযশা ও তরুণ চিত্রশিল্পী, চিত্রসমালোচক, শিল্পপ্রেমিসহ অনেকে।

শিল্পী সমর মজুমদার রূপময়, কর্মময় এবং প্রাণময় বাংলাদেশের এক নিপুণ রূপকার। তার ‘অনুস্মৃতি’ শীর্ষক প্রদর্শনীতে রয়েছে দেখার আনন্দ, দৃষ্টি-ইন্দ্রিয়ত্রক মেদুর-স্নেহ-স্পর্শ; যা একই সঙ্গে খুলে দেবে হাজার বছরের লোকজীবনের স্মৃতির দুয়ার। নন্দলাল বসু, কামরুল হাসান থেকে কাইয়ুম চৌধুরী- যারা বাংলার চিরনবীন শৈলীকে নতুন করে আবিষ্কার করতে গিয়ে ভোলেননি এমনকি পিকাসোকে।

প্রদর্শনীতে থাকা একটি ড্রইং ছবি: মেসবাহ য়াযাদ

সমর মজুমদার তার ছবির মাধ্যমে সেই ধারাকে সুন্দরতম রূপে পরিবেশন করেছেন শিল্পপ্রেমিদের সামনে। আমাদের প্রচ্ছদশিল্পে সমর মজুমদারের তুলির স্পর্শ অনন্যতার স্বাক্ষর রেখেছে। শিল্পী হিসেবে তার মাহাত্ম্য এই প্রদর্শনীতে আবারও প্রতিষ্ঠা পেয়েছে। রঙে আর রেখায় এ যেন বাংলার মুখকেই বার বার করে দেখা।

শিল্পাঙ্গনের উদ্যোগে লালমাটিয়ার ভূমি গ্যালারিতে ১৪ দিনব্যাপী এই প্রদর্শনী আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত রয়েছে।

এএইচ