তাঁতীবাজারের গয়নাপট্টিতে একজন কারিগর কাজ শুরুর আগে যেভাবে ধূপকাঠি জ্বালিয়ে তার গয়না তৈরির সব অনুষঙ্গ নিয়ে বসেন ঠিক তেমনই একটা আবহ তৈরি করা হয়েছে লালমাটিয়ার এই গ্যালারিতে।
তাঁতী বাজার গয়না শিল্পীদের অভিজ্ঞতা নিয়ে ১০ দিনব্যাপী ‘স্যাকরার তাঁতী বাজার’ প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর লালমাটিয়ার দ্বীপ গ্যালারিতে। স্যাকরাদের ঐতিহ্যবাহী শিল্প ও গয়নার পাশাপাশি গয়না কারিগরদের অভিজ্ঞতা, জীবন সংগ্রাম ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে। গয়নাপ্রেমী ছাড়াও এমন ভিন্নধর্মী আয়োজন দেখতে তাই ভিড় করেছেন অনেকে।
আয়োজক তাহমিনা শৈলী তার এক দশকের কাজের অভিজ্ঞতায় তাঁতীবাজারকেন্দ্রিক শিল্পী ও কারিগরদের কর্ম ও গয়না শিল্পের অনেক অজানা তথ্য তুলে ধরেছেন এই প্রদর্শনীতে। মূলত গয়না শিল্পীরা যেন হারিয়ে না যান এবং আধুনিককালে প্রতিযোগিতায় টিকে থাকতে পারেন সেই লক্ষ্যেই এই প্রদর্শনীর আয়োজন বলে জানান তিনি।
তাহমীনা শৈলী বলেন, একটা গয়নার পিছনে একজন কারিগর কাজ করেন না। কেউ ডিজাইন করছেন, কেউ নকশা তুলছেন, কেউ বানাচ্ছেন, সেটা রঙ করতে দিচ্ছেন। তো এটা একটা বড় প্রক্রিয়া। পুরো প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত তাদের গল্প কেউ বলে না।’
তিনি বলেন, কারিগরদের টিকিয়ে রাখা ভীষণ জরুরি। কেননা কারিগররা এতই বিপদে আছেন তাদের পরের প্রজন্মকে গয়নার কাজটা দিচ্ছেন না।’
এ আয়োজক বলেন, এত আদি শিল্প যদি এভাবে টাকার অভাবে, কাজের অভাবে, সম্মানের অভাবে চলে যায় এর থেকে দুঃখজনক আর কিছু হওয়া সম্ভব না।’
১০ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। খোলা থাকবে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত।