মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা পরবর্তী সময়ের কঠিন বাস্তবতাকে ঘিরে নির্মিত হয়েছে 'সাবিত্রী' চলচ্চিত্রটি। সরকারি অনুদানের সিনেমাটি বানিয়েছেন নির্মাতা পান্থ প্রসাদ। একাত্তর ও বর্তমান সময়ের মিশেলে সিনেমাটির গল্প লিখেছেন নন্দিত সাংবাদিক ও গল্পকার তুষার আবদুল্লাহ।
‘সাবিত্রী’ সিনেমার বিভিন্ন চরিত্রে রোকেয়া প্রাচী, অনন্ত হীরা, বৈশাখী ঘোষ, নার্গিস, সৈকত সিদ্দিকী, শাহরিয়ার বকুল, বৈদ্যনাথ সাহা, শ্যামল, আরতীসহ অনেকে অভিনয় করেছেন।
এছাড়া অন্যান্য বিভাগে অ্যাওয়ার্ড পেয়েছে-
বাংলাদেশ প্যানোরামা ট্যালেন্ট বিভাগ
সেরা শর্টফিল্ম: লায়লা
এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগ
সেরা চিত্রনাট্য: ডব
সেরা চিত্রগ্রাহক: মাইটি আফরিন
সেরা অভিনেত্রী: বাদেমা (দ্যা কর্ড অব লাইফ)
সেরা অভিনেতা: অঞ্জন দত্ত (চালচিত্র এখন)
সেরা পরিচালক: জগত মানয়ারনা
সেরা চলচ্চিত্র: দ্য কর্ড অব লাইফ (চীন)
স্পেশাল জুরি মেনশন ফিল্ম: বাইকত
স্পেশাল জুরি মেনশন অভিনেত্রী: আফরিন খানম (মাইটি আফরিন)
চিলড্রেন ফিল্ম বিভাগ: প্রবাস (ভারত)
অডিয়েন্স অ্যাওয়ার্ড: মুজিব একটি জাতির রুপকার
স্পেশাল অডিয়েন্স অ্যাওয়ার্ড: বিজয়ার পরে (ভারত)
স্পিরিচুয়াল ফিল্ম বিভাগ
বেস্ট ফিচার ফিল্ম: দেয়ার এন্ড ব্যাক
সেরা প্রামান্যচিত্র: কুনান ফিনদা
স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড : সুরত (বাংলাদেশ)
উইমেন ফিল্ম মেকারস বিভাগ
বেস্ট ফিল্ম: আশগাল হা বা (ইরান)
বেস্ট ডকুমেন্টারি: পাসাং (ইউএসএ)
বেস্ট ডিরেক্টর: Gyeong-mu Noh Film : How to get your man Pregnant (South Korea)
স্পেশাল মেনশন: মুক্তি (Bangladesh)