শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ডের ৩ দিন পর মামলা; আসামি গ্রেপ্তারে আল্টিমেটাম

নিহত রেজাউল করিম
নিহত রেজাউল করিম | ছবি: সংগৃহীত
0

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহতের ঘটনার তিন দিন পর ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল (শুক্রবার, ৩১ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মারজিয়া বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা দায়ের করেন।

মামলায় ২৩৪ জনকে স্বনামে এবং অজ্ঞাতনামা আরও চারশো থেকে পাঁচশোজনকে আসামি করা হয়েছে। মামলায় বিএনপির বেশ কয়েকজন হেভিওয়েট নেতাসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান।

আরও পড়ুন:

এদিকে জামায়াত নেতা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে শুক্রবার বিকেলে শেরপুর জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে রেজাউল করিমের হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন জামায়াত নেতারা। আর যদি গ্রেপ্তারে কোনো অবহেলা থাকে সেক্ষেত্রে জেলার সব কার্যক্রম অচল করে দেয়ার হুঁশিয়ারি দেয়া হয়।

এদিকে মামলার বিষয়ে পুলিশ বলছে, তদন্তের স্বার্থে আপাতত আসামিদের নাম গোপন রাখা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এসএস