র‍্যাব পরিচয়ে ৮০ লাখ টাকা ডাকাতি; আসামি বেল্লাল গ্রেপ্তার

আসামি মো. বেল্লাল খান তুহিন
আসামি মো. বেল্লাল খান তুহিন | ছবি: সংগৃহীত
2

র‍্যাব পরিচয়ে নারায়ণগঞ্জের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৮০ লাখ টাকা ডাকাতির ঘটনায় জড়িত অন্যতম আসামি মো. বেল্লাল খান তুহিনকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এসময় তার কাছ থেকে ডাকাতির অংশের নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, গত ৭ জানুয়ারি বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার স্বর্ণপট্টির হাজী জুয়েলারির দুই ব্যবসায়ী মোজাম্মেল হক হুমায়ুন (৫২) ও ফজলে রাব্বি (২৮) রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের স্বর্ণ শিল্পালয়ে স্বর্ণ বিক্রি শেষে নগদ ৮০ লাখ টাকা নিয়ে ‘শ্রাবণ পরিবহন’ নামের একটি বাসে করে নারায়ণগঞ্জে ফিরছিলেন।

বিকেল প্রায় ৩টার দিকে মাতুয়াইলের দা ওয়ান রেস্টুরেন্টের সামনে একটি সাদা রঙের মাইক্রোবাস চলন্ত বাসটির গতিরোধ করে। এসময় কয়েকজন ব্যক্তি নিজেদের র‍্যাব পরিচয় দিয়ে ওই দুই ব্যবসায়ীকে টাকার ব্যাগসহ বাস থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। পরে তাদের মারধর করে চোখ বেঁধে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ সেতুর নিচে ফেলে রেখে পালিয়ে যায় ডাকাতরা।

ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর অভিযুক্তদের গ্রেপ্তারে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে।

আরও পড়ুন:

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (রোববার, ১৮ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টায় র‍্যাব-১১ (সিপিএসসি, নারায়ণগঞ্জ) এবং র‍্যাব-৮ (সিপিসি-১, পটুয়াখালী) এর যৌথ অভিযানে পটুয়াখালী জেলার দশমিনা থানাধীন নলখোলা এলাকা থেকে মো. বেল্লাল খান তুহিনকে গ্রেপ্তার করা হয়। তিনি পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার বড়শৌলা গ্রামের বাসিন্দা।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ছিনতাই করা দুই লাখ ৩৭ হাজার ৯১০ টাকা, একটি আইফোন ১৬, একটি স্মার্টফোন, একটি বাটন মোবাইল এবং একটি সোনার আংটি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেল্লাল ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।

এসএস