চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় নাগরিকসহ সাতজন আটক

আটক হওয়া সাতজন
আটক হওয়া সাতজন | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামে অভিযান চালিয়ে কাঠের ফিশিং বোটকে অবৈধভাবে আর্টিসানাল ট্রলিং বোটে রূপান্তরের প্রধান কারিগর ভারতীয় নাগরিকসহ সাতজনকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল (বুধবার, ৮ জানুয়ারি) সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটার একটি ফ্যাক্টরিতে এ অভিযান চালানো হয়।

এসময় নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম ও জাল তৈরির মূলহোতা ভারতীয় নাগরিক পন্ডিত বিশ্বাসসহ তার সহযোগী ছয় বাংলাদেশি কারিগরকে আটক করা হয়। কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় ফ্যাক্টরি থেকে প্রায় ৩৬ লাখ টাকার ১২টি অবৈধ ট্রলিং জাল এবং জাল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

আরও পড়ুন:

আটক ভারতীয় নাগরিক ২০২৩ সালের ২৭ নভেম্বর ভ্রমণ ভিসায় বাংলাদেশে আসে। এরপর কাঠের ফিশিং বোটকে অবৈধভাবে আর্টিসানাল ট্রলিং বোটে রূপান্তরের প্রধান কারিগর হিসেবে কাজ শুরু করে।

এদিকে ফ্যাক্টরিতে অভিযানের খবরে সংশ্লিষ্ট কোম্পানির মালিকরা পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে বলে জানায় কোস্ট গার্ড।

এসএস