রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

নিহত আজিজুর রহমান মুছাব্বির
নিহত আজিজুর রহমান মুছাব্বির | ছবি: সংগৃহীত
3

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। আজ (বুধবার, ৭ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাদের গুলি করে।

এসময় সেখানে থাকা আবু সুফিয়ান নামের এক আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক।

আরও পড়ুন:

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম বলেন, “স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করা হয়েছে। এদের একজন মারা গেছেন। গুলিবিদ্ধ আহত অন্য জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘কে বা কারা, কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তা জানতে তদন্ত চলছে।’

এসএস