শরীয়তপুরে ছাত্রদল-এনসিপি সংঘর্ষ ও ককটেল বিস্ফারণ; আহত ৪

শরীয়তপুরে ছাত্রদল-এনসিপি সংঘর্ষ
শরীয়তপুরে ছাত্রদল-এনসিপি সংঘর্ষ | ছবি: এখন টিভি
0

শরীয়তপুরে ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফারণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত চারজন।

আজ (সোমবার, ২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে চৌরঙ্গী এলাকায় বিক্ষোভ শুরু করে এনসিপির নেতাকর্মীরা। এসময় ছাত্রদলের এক কর্মীর সঙ্গে এনসিপির কর্মীদের বাকবিতণ্ডা বাধে। একপর্যায়ে রূপ নেয় হাতাহাতিতে।

আরও পড়ুন:

পরে ছাত্রদল ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা-ধাওয়া। সন্ধ্যার পর উভয়পক্ষের মধ্যে ককটেল বিস্ফোরণ ঘটনাও ঘটে। এতে আহত হন অন্তত চারজন।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

এসএস