পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মুসা ড্রেজার ব্যবসা পরিচালনা করতেন। গতকাল শনিবার রাতে তিনি ড্রেজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে রোববার বিকেলে হোসেনপুর গ্রামের জোয়ারার বিলে তার গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা।
আরও পড়ুন:
এরপর সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, মরদেহের গলায় কাটা চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে গলাকেটে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।





