বিয়ানীবাজার সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ

সীমান্ত থেকে জব্দ করা ভারতীয় জিরা
সীমান্ত থেকে জব্দ করা ভারতীয় জিরা | ছবি: এখন টিভি
1

বিয়ানীবাজার সীমান্ত থেকে প্রায় সাড়ে ৫ হাজার ভারতীয় জিরা জব্দ করেছে ৫২ বিজিবি ব্যাটালিয়ন। যার সিজারমূল্য প্রায় ৮২ লাখ টাকা।

৫২ বিজিবি জানায়, আজ (শনিবার, ২২ নভেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সদর থেকে মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত অধিনায়ক), বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্তে অভিযান চালায়।

এসময় সীমান্ত থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের ভিতরে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলাধীন দোবাগ ইউনিয়নের শেওলা ব্রিজ নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৪৪৫ কেজি ভারতীয় জিরা জব্দ করে।

উক্ত জিরার সিজার মূল্য ৮১ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানান, বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত অধিনায়ক) মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ।

এএইচ