পাবনায় বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় আ.লীগের ৩৬ নেতাকর্মীর নামে মামলা

ফরিদপুর থানা, পাবনা
ফরিদপুর থানা, পাবনা | ছবি: এখন টিভি
0

পাবনার ফরিদপুর উপজেলা বিএনপির কার্যালয়ে ককটেল নিক্ষেপ, গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

আজ (শনিবার, ২২ নভেম্বর) ফরিদপুর পৌর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল আজম জানান, ফরিদপুর উপজেলা বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

আরও পড়ুন:

এর আগে, ফরিদপুর উপজেলা সদরের থানা পাড়া এলাকায় অবস্থিত ফরিদপুর উপজেলা বিএনপির কার্যালয় লক্ষ্য করে গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ১২টার পর কোনো এক সময়ে ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করা হয়।

ককটেলের আঘাতে অফিসের দড়জা ভেঙে গেলে ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হয়। পরে সকালে বিএনপির নেতাকর্মী ও পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল ও একটি গুলির খোসা উদ্ধার করে।

এসএইচ