ডাকসু নেত্রী রাফিয়ার বাসায় ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৪

গ্রেপ্তার হওয়া চারজন
গ্রেপ্তার হওয়া চারজন | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার বাসায় ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগেন ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (শুক্রবার, ২১ নভেম্বর) রাতে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন।

গ্রেপ্তার করা ব্যক্তিরা হলো, নগরীর কেওয়াটখালী এলাকার মাসুদ রানা (৪৫), আকুয়া বোর্ডঘর এলাকার আরিফ (৩০), বিপুল (২১), আকুয়া ওয়্যারলেছ গেইট এলাকার রাজন (১৯)। তারা চারজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানার সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন:

গত বুধবার (১৯ নভেম্বর) রাত ৩টার দিকে ডাকসু সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহ নগরীর ঢোলাদিয়া এলাকার বাসার সামনে ককটেল নিক্ষেপ ও গেইটে আগুন দেয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। পরে সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।

পুলিশ জানায় , ডাকসু নেত্রী রাফিয়ার বাসভবনের গেইটে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগের ঘটনাটির পরপর পুলিশ তৎপরতা শুরু করে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলমান আছে।

এসএস