এদিকে আগুন ছড়িয়ে পড়ার আগেই দ্রুততার সঙ্গে তা নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ ঘটনার পর দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা স্টেশন এলাকা থেকে পালিয়ে যায়।
জানা গেছে, আগুন টের পেয়ে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা নিজেদের শরীরে থাকা জ্যাকেট ওয়াশপিটের নিচে জমে থাকা পানিতে ভিজিয়ে তা দিয়ে আগুনের ওপর জাপটে ধরে আগুন নেভাতে সমর্থ হন।
আরও পড়ুন:
স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন জানান, আরএনবি অর্থাৎ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক সাহসী ভূমিকার ফলে সেই অপচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে। বর্তমানে ময়মনসিংহ জংশন রেলস্টেশনের ট্রেন চলাচল এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে।
এদিকে আগুন লাগার ঘটনার পর এখনো ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নি। এছাড়া ওয়াশপিটের জায়গাটিও অনিরাপদ বলে বলছেন রেলওয়ে নিরাপত্তা প্রহরী।এদিকে জারিয়া লোকাল ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনার পর ভোর ৬ টা ১০ মিনিট থেকে বিভিন্ন গন্তব্যে বেলা ১১টা পর্যন্ত ছেড়ে গেছে ৬টি ট্রেন।





