গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন, কোটি টাকায় ক্ষয়ক্ষতি

আগুনে ক্ষতিগ্রস্ত ভবন
আগুনে ক্ষতিগ্রস্ত ভবন | ছবি: সংগৃহীত
0

মধ্যরাতে গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে একটি ঝুট গুদাম। কোটি টাকার মালামাল পুড়ে ছাই হওয়ার পাশাপাশি মারা গেছে গুদামের ভেতরে থাকা তিনটি গরুও।

মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা–শ্রীপুর সড়কের বকুলতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সারোয়ার হোসেনের মালিকানাধীন প্রায় ৩০ হাজার বর্গফুটের টিনশেড গুদামে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। গুদাম ভর্তি ঝুট থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

প্রথমে শ্রীপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় যুক্ত হয় আরও দুইটি ইউনিট। চারটি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাত চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিক পক্ষের।

এএইচ