জাতীয় ঈদগাহের পাশে খণ্ডিত মরদেহ: প্রধান আসামি জরেজুল গ্রেপ্তার

উদ্ধার করা খণ্ডিত মরদেহ
উদ্ধার করা খণ্ডিত মরদেহ | ছবি: এখন টিভি
1

হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে ড্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনার মূল আসামি জরেজুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল (শুক্রবার, ১৪ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে ডিএমপি।

ডিএমপি জানায়, পরকীয়ার জেরে হত্যার পর মরদেহ কেটে ২৬ টুকরা করার ঘটনার এ মূলহোতাকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেপ্তার করা হয়।

এদিকে এ ঘটনার মূলহোতার প্রেমিকা শামীমাকেও আলামতসহ গ্রেপ্তারে কথা জানিয়েছে র‌্যাব। বর্তমানে তারা আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে।

আরও পড়ুন:

এর আগে শুক্রবার নিহতের বোন আনজিনা বেগম বাদী হয়ে নিহতের বন্ধু জরেজুলকে প্রধান আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করেন।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের সামনে থেকে নীল রঙের ড্রামে আশরাফুলের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পুলিশ তার পরিচয় নিশ্চিত করে।

এসএস