আজ (রোববার, ৯ নভেম্বর) দুদক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির সহকারী পরিচালক মো. তানজির আহমেদ।
তিনি জানান, এস আলম গ্রুপের মালিকানাধীন এস আলম রিফাইন্ড সুগার, এস আলম স্টিলস লিমিটেড এবং এস আলম ট্রেডিং কোম্পানি লিমিটেডের নামে ঋণ গ্রহণের মাধ্যমে এই অর্থ আত্মসাৎ ও সিঙ্গাপুরে পাচার করা হয়।
আরও পড়ুন:
তানজির আহমেদ বলেন, ‘এসব টাকা সরাতে একটি জালিয়াত চক্র ইসলামী ব্যাংকের ব্যাংকিং সফটওয়্যারে প্রভাব খাটিয়ে অনৈতিকভাবে প্রবেশ করে। এর ফলে ইসলামী ব্যাংকের মতো একটি সুনামধন্য ব্যাংক গুরুতর আর্থিক সমস্যায় পড়ে।’
তিনি আরও যোগ করেন, ‘এ ঘটনার প্রভাবে সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়েছে এবং ব্যাংকিং খাত গ্রাহকদের আস্থার সংকটে পড়েছে।’





