রাজধানীতে ব্যবসায়িক দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি : সংগৃহীত
1

রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসায়িক দ্বন্দ্বে রাসেল নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পেপার বাবু ও তার সহযোগী মোবারককে আটক করেছে পুলিশ। গতকাল (শনিবার, ১ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

পুলিশ বলছে, রাতে মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের ৪ নম্বর রোড এলাকায় রাসেল ও বিপ্লবের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এসময় ধারালো অস্ত্র দিয়ে রাসেলের ঘাড়ে আঘাত করলে লুটিয়ে পড়েন তিনি।

আরও পড়ুন:

গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হত্যাকাণ্ডের মূল হোতা পেপার বাবুর নামে এর আগেও হত্যাসহ বিভিন্ন মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

ইএ