ত্বকি হত্যা মামলায় তদন্ত চলমান, দ্রুতই চার্জশিট: র‍্যাব

র‍্যাবের ব্রিফিং
র‍্যাবের ব্রিফিং | ছবি: সংগৃহীত
0

নারায়ণগঞ্জের আলোচিত ত্বকি হত্যা মামলার তদন্ত কার্যক্রম চলছে। দ্রুতই চার্জশিট জমা দেয়া হবে বলে জানিয়েছে র‍্যাব। আজ (শনিবার, ১ নভেম্বর)দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে র‍্যাব ১১ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেছেন, ‘এখনও তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং আমাদের অনেক ডেভলপমেন্টও আছে। আমরা অতি শীঘ্রই এটা দিয়ে দিব আশা করছি।’

আরও পড়ুন:

এদিকে, নরসিংদীর রায়পুরায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নরসিংদীতে গোপন তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, পাঁচটি একনলা বন্দুক, ৩৫ রাউন্ড গুলিসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব জানায়, একাধিক সন্ত্রাসী গ্রুপ নিজেদের আধিপত্য ধরে রাখতে চর, বাজার, বালুমহাল দখলে এসব অস্ত্র ব্যবহার করছেন। আসন্ন নির্বাচনে এসব অস্ত্র ব্যবহার হতে পারে তাই অভিযান অব্যাহত থাকবে।

ইএ