প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে সন্ত্রাসী জাকির ও তার বাহিনীর ৩০ থেকে ৪০ জন লোক ধারালো অস্ত্র নিয়ে আবু সাইদ, বাবুলসহ সেখানে উপস্থিত ১২ থেকে ১৫ জনের উপর হামলা করে। এতে সবাই আহত হন। এদের সবাইকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক সাইদকে মৃত ঘোষণা করে। বাকিরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
আরও পড়ুন:
এদিকে ঘটনার পর জাকিরকে সাভার মডেল থানার আশপাশে ঘুরতে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এর আগে, ডিবি পুলিশের উপর হামলা, জমি দখল, মারধরসহ একাধিক অভিযোগ আছে তার বিরুদ্ধে ।





