পরে বেলা সাড়ে ১২টার দিকে মাছগুলো সমন্বিত রসুলপুর বালিকা এতিমখানা ও মাদ্রাসা, আল-মোশারফ হোসেন মহিলা এতিমখানা ও পুনর্বাসন কেন্দ্র এবং ছত্রাজিতপুর এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়।
আরও পড়ুন:
বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলি বলেন, ‘রাতেই জানতে পারি ভোরে তর্তিপুর ব্রিজ এলাকা দিয়ে চোরাই পথে ইলিশ মাছ পাচার করা হবে। এমন সংবাদের ভিত্তিতে ভোর থেকেই ওই এলাকায় অবস্থান নেয়া হয়। পরে আমাদের দেখে কয়েকজন ব্যক্তি হাতে থাকা ব্যাগ রেখে পালিয়ে যায়। এসময় ব্যাগগুলো তল্লাশি করে ৫৫ কেজি ইলিশ মাছ পাওয়া যায়। পরে উপজেলার এতিমখানা, মাদ্রাসা, খও পুনর্বাসন কেন্দ্রে মাছগুলো বিতরণ করা হয়।’
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ২২ দিনের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এসময় ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ থাকবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।





