চাঁপাইনবাবগঞ্জে অভিযান; ৫৫ কেজি ইলিশ জব্দ করে এতিমখানায় বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান
চাঁপাইনবাবগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান | ছবি: এখন টিভি
0

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৫৫ কেজি মা ইলিশ জব্দ করে এতিমখানায় বিতরণ করেছেন সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মো. তৌফিক আজিজ। আজ (মঙ্গলবার, ১৪ অক্টোবর) সকালে উপজেলার তর্তিপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ইলিশগুলো উদ্ধার করা হয়।

পরে বেলা সাড়ে ১২টার দিকে মাছগুলো সমন্বিত রসুলপুর বালিকা এতিমখানা ও মাদ্রাসা, আল-মোশারফ হোসেন মহিলা এতিমখানা ও পুনর্বাসন কেন্দ্র এবং ছত্রাজিতপুর এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়।

আরও পড়ুন:

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলি বলেন, ‘রাতেই জানতে পারি ভোরে তর্তিপুর ব্রিজ এলাকা দিয়ে চোরাই পথে ইলিশ মাছ পাচার করা হবে। এমন সংবাদের ভিত্তিতে ভোর থেকেই ওই এলাকায় অবস্থান নেয়া হয়। পরে আমাদের দেখে কয়েকজন ব্যক্তি হাতে থাকা ব্যাগ রেখে পালিয়ে যায়। এসময় ব্যাগগুলো তল্লাশি করে ৫৫ কেজি ইলিশ মাছ পাওয়া যায়। পরে উপজেলার এতিমখানা, মাদ্রাসা, খও পুনর্বাসন কেন্দ্রে মাছগুলো বিতরণ করা হয়।’

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ২২ দিনের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এসময় ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ থাকবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।

এসএস