মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর বাড্ডা ও শ্যামলী এলাকা থেকে পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে সিটি-ট্রান্সন্যাশনাল একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বাড্ডা থানা এলাকায় অভিযান পরিচালনা করে যুবলীগ নেত্রী লাজলী আক্তার লাবণ্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত লাজলী আক্তার লাবণ্য ও তার স্বামী চাকরি দেয়ার নামে অসংখ্য যুবকের কোটি কোটি টাকা লোপাট করে প্রতারণা করেছে মর্মে গত ২৭ নভেম্বর ২০২৪ সালে দৈনিক যুগান্তর পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
আরও পড়ুন:
গ্রেপ্তারকৃত লাজলী আক্তার লাবণ্য বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে।
সিটিটিসি সূত্রে আরও জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে সিটি-সাইবার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শ্যামলী এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা কবি নজরুল সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আমির হামজাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আমির হামজা গত ২৪ সেপ্টেম্বর রাজধানী আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে এবং উক্ত বিক্ষোভ মিছিল ফেসবুক লাইভে শেয়ার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





