ধানমন্ডি এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০

গ্রেপ্তারকৃতরা
গ্রেপ্তারকৃতরা | ছবি: এখন টিভি
0

রাজধানীর ধানমন্ডির বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি মডেল থানা পুলিশ। যাদের বিরুদ্ধে নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। আজ (রোববার, ৫ অক্টোবর) ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গতকাল (শনিবার, ৪ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযানে ধানমন্ডি থানার বিভিন্ন স্থান থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. অমিত হাসান ওরফে রাব্বি (৩০), মো. আলী আকবর (৪২), মো. শফিকুর রহমান (৩০), সজিব সরদার (১৯), রাজিব তালুকদার (১৯), নূর মোহাম্মদ ওরফে বাপ্পি (১৯), মো. জিহাদ (১৯), মো. কাউছার (২৮), চাঁন মিয়া (২৫) ও মো. ওয়াসিম (২৪)।

আরও পড়ুন:

পুলিশ জানায়, তাদের কাছ থেকে একটি চাপাতি ও একটি লোহার রড উদ্ধার করা হয়েছে। তারা নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দায়ের থাকা সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

এফএস