রাজধানীতে অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার

র‍্যাবের হেফাজতে গ্রেপ্তার দুজন আসামি
র‍্যাবের হেফাজতে গ্রেপ্তার দুজন আসামি | ছবি: এখন টিভি
0

রাজধানীর হাজারীবাগ থানাধীন হাতেমবাগ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-২। গ্রেপ্তাররা হলেন সাকিব (২৯) ও মামুন হোসাইন (২৮)। র‍্যাব জানায়, অভিযানে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন এবং ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গতকাল (শনিবার, ৪ অক্টোবর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

আজ (রোববার, ৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ জানতে পারে যে, হাতেমবাগ এলাকায় একটি বাসায় কতিপয় অস্ত্রধারী ব্যক্তিরা অবস্থান করছে।

এরই প্রেক্ষিতে র‍্যাব-২ এর একটি আভিযানিক দল রাতেই ওই স্থানে অভিযান পরিচালনা করে বলেও জানায় র‍্যাব। এসময় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দু’জন অস্ত্রধারী ব্যক্তিকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগজিনসহ ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

আসামিদের জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, তারা ঢাকাসহ আশপাশের বিভিন্ন জায়গায় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। 

গ্রেপ্তার অস্ত্রধারী আসামিরা ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে জমি দখল, চাঁদা আদায়সহ বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষের মাঝে ভীতির সঞ্চার সৃষ্টি করে আসছিল উল্লেখ করে র‍্যাব জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র‍্যাব নজরদারি অব্যাহত রেখেছে।

উদ্ধারকৃত আলামত ও আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‍্যাব।

এসএইচ