জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

নিহত হানিফ
নিহত হানিফ | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আঠালিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে হানিফ (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও টেঁটা বিদ্ধ করে খুন করেছে তারই চাচাতো দুই ভাই। আজ (শনিবার, ৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত হানিফ ধল্লা ইউনিয়নের ইলা ব্যাপারীর ছেলে। তিনি মমতা চক্ষু হাসপাতালের এক চিকিৎসকের ড্রাইভার ছিলেন এবং চার সন্তানের জনক ছিলেন।

আরও পড়ুন:

নিহতের মেয়ে স্মৃতি জানান, তাদের পরিবারের সঙ্গে চাচাতো ভাই স্বাধীন ও জাহাঙ্গীরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ দুপুরে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বাধীন ও জাহাঙ্গীর রামদা ও টেঁটা দিয়ে হানিফকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে যায়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম. তৌফিক আজম বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ইএ