যশোরে বিপুল মাদকসহ ভারতীয় ও বাংলাদেশি নাগরিক আটক

মাদকসহ ভারতীয় ও বাংলাদেশি নাগরিক আটক
মাদকসহ ভারতীয় ও বাংলাদেশি নাগরিক আটক | ছবি: এখন টিভি
2

যশোরে মাদকবিরোধী অভিযানে দুই দেশের দুই নাগরিককে আটক করেছে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) দুপুরে যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ বাজার এলাকায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-ভারতের বর্ধমান জেলার নাদনঘাট থানার ধোবা গ্রামের পরিতোষ হালদারের ছেলে ইন্দ্রজিৎ হালদার এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের গনি গাইনের ছেলে জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন:

৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, তাদের কাছ থেকে ১২৫ বোতল ফেনসিডিল এবং চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে মাদকসহ যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএস