শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, শনিবার ভোরে সাফারি পার্কের পাহারায় থাকা কর্মীরা হঠাৎ সীমানার ভেতরে কয়েকজনকে ঘোরাঘুরি করতে দেখেন। পরে ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় তাদের হেফাজতে নিয়ে সকালে শ্রীপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আরও পড়ুন:
তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা না গেলেও তারা স্থানীয় কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক বলে নিশ্চিত করেছেন পার্ক কর্তৃপক্ষ। আটককৃতদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, অতীতে একাধিকবার সাফারি পার্কে চুরি ও দুর্লভ প্রাণী হারানোর ঘটনা ঘটেছে। এজন্য সম্প্রতি নিরাপত্তা জোরদার করে রাতে পাহারার ব্যবস্থা করা হয়।





