সাভারে মাদক কারবারীদের দৌরাত্ম্যে হয়রান স্থানীয়রা

জনতার হাতে আটক দুই মাদকসেবী
জনতার হাতে আটক দুই মাদকসেবী | ছবি: এখন টিভি
0

সাভারের আশুলিয়ায় দিনে-দুপুরে মাদক কারবার চক্রের আস্ফালন বেড়েছে। সম্প্রতি স্থানীয় জনতার হাতে আটক দুই মাদক ক্রেতা ক্যামেরার সামনেই চক্রে জড়িত থাকার বিষয় স্বীকার করেন। এলাকাবাসীর অভিযোগ, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় একাধিক পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন কারবারে জড়িত চক্র। পুলিশ বলছে, মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেয়া হচ্ছে না।

আশুলিয়ার পবনারটেক এলাকায় মাদকচক্রের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। দীর্ঘদিন ধরে স্থানীয়রা বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়নি কার্যকর ব্যবস্থা।

সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে এ মাদক বেচাকেনা। অভিযোগ আছে, কেউ প্রতিবাদ করলে তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেন চক্রের প্রধান অভিযুক্ত দুলাল। এতে ভয়ে মুখ খোলে না কেউ। তবে, সাম্প্রতিককালে মাদকের বিরুদ্ধে কিছুটা সোচ্চার হয়েছে এলাকাবাসী।

ভুক্তভোগী পরিবার জানান, দুলাল নামের এক ব্যক্তি মাদকের ব্যবসা করেন। এ নিয়ে প্রতিবাদ করলে নানাভাবে হুমকি দেয়া হয় এলাকাবাসীদের।

আরও পড়ুন:

কিছু দিন আগে মাদক কেনার সময় স্থানীয়দের হাতে আটক হয় দু‘জন মাদকসেবী। এ সময় দিনে দুপুরে মাদক বিক্রি ও তা সংগ্রহের কথা স্বীকার করেন তারা।

স্থানীয়দের হাতে আটক মাদকসেবী বলেন, ‘আমরা শুধু ইয়াবা নিয়ে আসি। দুলাল নামের ব্যক্তির থেকে আমরা ইয়াবা পাই।’

এদিকে মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেয়া হচ্ছে না জানিয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস গোয়েন্দা পুলিশের কর্মকর্তার।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিবি ঢাকা জেলা উত্তর মো. জালাল উদ্দিন বলেন, ‘আমরা জিরো টলারেন্স ঘোষনা দিয়েছি। যার বিরুদ্ধেই আমরা মাদক ব্যবসার অভিযোগ পাচ্ছি সেখানেই হামলা দিচ্ছি।’

স্থানীয়রা বলছেন, শুধু আশ্বাস নয়, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা না নিলে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হবে আশুলিয়ার পবনারটেক এলাকা। ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাও।

এফএস