কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আটককৃত আসামি ও সিআইডি
আটককৃত আসামি ও সিআইডি | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত ইউপি চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু হত্যা মামলার আসামি ইমাদুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হাতিরঝিলের মধুবাগ বস্তিতে চার ঘণ্টার অভিযানে তাকে আটক করা হয়। যৌথ এ অভিযানে কুষ্টিয়ার সিআইডি, র‍্যাব ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অংশ নেয়।

আজ (বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার আবু তারেক ও দৌলতপুর থানা পুলিশের সদস্যরা। গ্রেপ্তার ইমাদুল উপজেলার ফিলিপনগর ইউনিয়নের মরিচা গ্রামের আতর সরদারের ছেলে।

এরআগে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর দুপুরে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের টুকু বাহিনী ইউপি চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করে।

আরও পড়ুন:

পরদিন নিহতের ছেলে আহসান হাবীব কনক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ ও আরও ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

স্থানীয়দের অভিযোগ, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে টুকু বাহিনী এলাকায় হাটঘাট দখল, লুটপাট, মাদক ও অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি ও হামলাসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে।

এসব কর্মকাণ্ডের বিরোধিতা করায় চেয়ারম্যান সেন্টুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। নিহত নইমুদ্দিন সেন্টু ফিলিপনগর বাজারপাড়ার মুতালিব সরকারের ছেলে।

তিনি একই ইউনিয়নে দুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন,গ্রেপ্তার ইমাদুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সেজু