এর আগে, গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে উপজেলার গাড়াদিয়া এলাকার শাহীন ইটভাটার সামনে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার গাড়াদিয়া এলাকার মো. রবিউল হাসান (২০), একই এলাকার মো. হাবিবুর (২১) এবং বায়রা এলাকার নাঈমুর হোসেন শাওন (২৭)।
ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় রবিউলের কাছ থেকে ১৫ পিস, হাবিবুরের কাছ থেকে ১০ পিস এবং নাঈমুরের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় হস্তান্তর করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হবে।




