শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

ভারতীয় ওষুধ জব্দ
ভারতীয় ওষুধ জব্দ | ছবি: এখন টিভি
0

সাতক্ষীরার শ্যামনগরে বিশেষ অভিযানে প্রায় এক কোটি ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল (শনিবার, ২০ সেপ্টেম্বর) রাতে তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র ভারত থেকে বিপুল পরিমাণ ওষুধ বাংলাদেশে নিয়ে আসবে। এ তথ্যের ভিত্তিতে গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি বিশেষ দল শ্যামনগর থানার মীরগ্যাং ও আশপাশের এলাকায় অভিযান চালায়।

আরও পড়ুন:

এসময় পরিত্যক্ত অবস্থায় প্রায় এক কোটি ২০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত ওষুধের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। চোরাচালান রোধে ভবিষ্যতেও কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

এসএস