আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব ১৪ এর ৩ নং কোম্পানি কমান্ডার মেজর কাওছার বাধন জানান, মির্জাপুরের মসদই গ্রামের মৃত সাগর মিয়ার ছেলে ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র নিহত আবুল কালাম আজাদ (২৬) পড়াশোনার জন্য গাজীপুরে বসবাস করত।
অভিযুক্ত আকাশ ওরফে পিচ্চি আকাশ এবং তার সহযোগী সৌরভসহ এজাহার নামীয় আসামিরা নিহত আবুল কালাম আজাদের পূর্ব পরিচিত। বিভিন্ন বিষয় নিয়ে অভিযুক্তরা আজাদকে অন্যায় অত্যাচারসহ হুমকি প্রদান করতো।
আরও পড়ুন:
এরই প্রেক্ষিতে ২০২৪ সালের গত ২১ ডিসেম্বর স্থানীয় মো. ইমনের (২৫) মাধ্যমে আজাদকে কালিয়াকৈরের উলুসারার হারুনের বেকারীর দোকানে আসতে বলে। ভিকটিম সরল বিশ্বাসে ওই স্থানে গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা ধৃত আসামিসহ অন্যান্য আসামিগণ আবুল কালাম আজাদকে হত্যার উদ্দেশে দেশিয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।
আশঙ্কাজনক অবস্থায় আজাদকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের মা কাঞ্চন বেগম (৪৯) বাদী হয়ে ২৩ ডিসেম্বর কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেন।
তিনি জানান, আসামিদের গ্রেপ্তারের পর মঙ্গলবার রাতেই কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও ধৃত আসামি আকাশ ওরফে পিচ্চি আকাশ (২৭) এবং তার সহযোগী আসামি সৌরভ(২৫) তালিকাভুক্ত অস্ত্রধারী, শীর্ষ সন্ত্রাসী, দস্যুতা ও ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজি , মাদক, মারামারি ও চুরি মামলার এজাহার নামীয় আসামি।





