যশোরে ৮ পিস স্বর্ণের বারসহ দুই জন আটক

স্বর্ণের বারসহ আটক ২ ব্যক্তি
স্বর্ণের বারসহ আটক ২ ব্যক্তি | ছবি: এখন টিভি
1

যশোরে ৮ পিস স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বিজিবি। আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) দুপুরে যশোরের তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯৭০ গ্রাম। যার মূল্য ১ কোটি ৪১ লাখ ৮৩ হাজার ৩৪০ টাকা বলে দাবি করেছে বিজিবি।

আটককৃত ব্যক্তিরা হলেন যশোরের শার্শা উপজেলার ঘিবা গ্রামের ইসমাইল হোসেনের পুত্র আবু সাঈদ (২৭) ও একই এলাকার মোহাম্মদ শাহজানের পুত্র মহিনুর রহমান (৩১)।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনা করেছে বিজিবি। আজ দুপুরে নিয়মিত টহল দল যশোর সদর উপজেলার তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি করে।

এসময় আটককৃত ব্যক্তিদের প্যান্টের পকেটে এবং মানিব্যাগের ভিতরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

আটককৃত ব্যক্তিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা থেকে যশোর-বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। তারা আরো জানায় ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোলে যাচ্ছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এএইচ