ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জব্দকৃত ভারতীয় চোরাচালানি পণ্য
জব্দকৃত ভারতীয় চোরাচালানি পণ্য | ছবি: সংগৃহীত
0

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (মঙ্গলবার, ৩ জুন) ভোর ৫টার দিকে উপজেলার আমতলী এলাকায় বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এ সব পণ্য জব্দ করে।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি। বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ বিজিবির ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি দল বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ১৪০ পিস ভারতীয় সানস্ক্রিন ক্রিম, ৬ হাজার পিস আইভি ক্যানুলা এবং ৪৬ বাক্স বিভিন্ন প্রকার আগরবাতি জব্দ করা হয়। চোরাচালানি এ সব পণ্যের আনুমানিক মূল্য ৩৮ লাখ ৬৩ হাজার ৩০০ টাকা। জব্দকৃত পণ্য আখাউড়া স্থল শুল্ক স্টেশনে জমা দেয়া হবে বলে জানান তিনি।

এএইচ