আজ (সোমবার, ২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান আছিয়ার চাচা, স্থানীয় মাদ্রাসার শিক্ষক ও এক ছাত্রের সাক্ষ্য গ্রহণ করেন।
এ সময় মামলার প্রধান অভিযুক্ত হিটু শেখসহ সকল আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে রোববার (২৭ এপ্রিল) মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এইদিন সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্যগ্রহণ করা হয়।
এদিকে, মামলার শুরু থেকে আসামিপক্ষে কোনো আইনজীবী না থাকলেও রোববার লিগ্যাল এইডের মাধ্যমে আসামিদের আবেদন প্রেক্ষিতে অ্যাডভোকেট সোহেল আহমেদকে নিয়োগ দেয়া হয়।
বিস্তারিত পড়তে:
এর আগে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। গত ৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া।
৭ দিন চিকিৎসাধীন থাকার পর ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় তার।
এ ঘটনায় মামলা হলে ১৩ এপ্রিল চার্জশিট দেয় পুলিশ। আর ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচারকাজ।