জামায়াত নেতা আজহারের আপিল শুনানি ৬ মে

এ টি এম আজহারুল ইসলাম
এ টি এম আজহারুল ইসলাম | ছবি: সংগৃহীত
0

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী ৬ মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। এটিএম আজহারের মুক্তি না পাওয়ায় ব্যথিত জামায়াত।

আজ (মঙ্গলবার, ২২ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালত থেকে বের হয়ে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, 'এটিএম আজহারুল ইসলামের মামলার আইনি জটিল প্রশ্নের ব্যাখ্যা দরকার রয়েছে। তাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।'

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, 'আট মাসেও এটিএম আজহারের মুক্তি না পাওয়া বিস্মিত হওয়ার ঘটনা। জামায়াত দেরি হওয়ায় ব্যথিত।'

মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াতের এই নেতা।

২০১৯ সালের ২৩ অক্টোবর এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। পরে এ রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন আজহার। আওয়ামী লীগের সময়ে দেয়া রায়কে প্রহসন বলে দাবি করে আসছে তার আইনজীবী ও জামায়াতে ইসলামী।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সম্প্রতি বিক্ষোভ সমাবেশ করে দলটি। তার মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান এবং জামায়াতের আমীর স্বেচ্ছায় গ্রেপ্তারের কর্মসূচি দিলেও দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তা স্থগিত করে দলটি।

এসএস