বান্দরবান জেলা আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বান্দরবান জেলা আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার | এখন
0

বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (মঙ্গলবার, ২৫ মার্চ) ভোরে কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, লক্ষীপদ দাসের বিরুদ্ধে নাশকতা’সহ ৪টি মামলা রয়েছে বান্দরবান থানায়। এছাড়াও দুর্নীতি দমন (দুদক) আইনসহ বিভিন্ন অভিযোগে আরো একাধিক মামলা রয়েছে বিভিন্নস্থানে।

দায়িত্বশীল একটি সূত্র জানায়, স্ত্রী স্কুল শিক্ষিকা সীমা দাশের মোবাইল ফোন ট্র্যাক করে নিশ্চিত হয়ে মিরপুর মডেল থানা-২ এর পুলিশ সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে। বান্দরবান জেলা পুলিশ এবং পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল করিম জানান, গ্রেপ্তারের বিষয়টি আমরা শুনেছি। তার বিরুদ্ধে বান্দরবান থানায় ৪টি মামলা রয়েছে।

লক্ষ্মীপদ দাশের বিরুদ্ধে দুদক আইন এবং অন্যান্য অভিযোগে একাধিক মামলা রয়েছে। গত বছরের ৫ আগস্ট পট পরিবর্তনের পরপরই তিনি গা ঢাকা দিয়ে বান্দরবান ত্যাগ করেন।

এএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!