বনশ্রীতে ৭ বছরের শিশু ধর্ষণ: গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

অপরাধ ও আদালত
0

রাজধানীর বনশ্রীতে ৭ বছরের শিশু ধর্ষণের দায়ে জাহিদুল ইসলাম নামের এক গৃহশিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ (বুধবার, ১৯ মার্চ) দুপুরে এ রায় ঘোষণা করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোছাম্মৎ রোকশানা বেগম হ্যাপী।

মামলার এজাহার থেকে জানা যায়, খিলগাঁও এলাকার নিরাপত্তা কর্মী সাইফুল ইসলামের বাসায় গৃহশিক্ষক হিসেবে আরবি পড়াতেন জাহিদুল ইসলাম। ২০২১ সালে একদিন পড়াতে এসে বাসার ওয়াশরুমের দরজা আটকে শিশুটিকে ধর্ষণ করে জাহিদুল।

পরে এ ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলায় দায়ের করা হয়।

রায় শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘ভুক্তভোগীর পরিবার ন্যায়বিচার পেয়েছেন। আদালত এই মামলার রায়ের পর্যবেক্ষণে এ ধরণের ধর্ষণের মতো অপরাধের বিচার হলেই সমাজে অপরাধ কমে আসবে।’

তবে মৃত্যুদণ্ডের রায়ে ক্ষোভ জানিয়ে আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইমরান হোসেন বলেন, এই মামলায় আসামির বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা কোনো প্রমাণ পায়নি। আমরা ন্যায় বিচার পেতে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো।’

এএইচ