বগুড়ায় দুই শিশু ধর্ষণ মামলায় আসামির দুই দিনের রিমান্ড

বগুড়ায় দুই শিশু ধর্ষণ মামলায় আসামীর দুই দিনের রিমান্ড | এখন
0

বগুড়ার কাহালুতে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও একই বয়সের আরেক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার নুর ইসলাম নুরুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল (রোববার, ১৬ মার্চ) রাত নয়টার পর ডিবি ও কাহালু থানা পুলিশের যৌথ অভিযানে কাহালুর পাইকড় এলাকা থেকে নুরুকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গেলো ১৩ মার্চ দুই শিশু বাড়ির সামনে খেলাধুলা করছিল। এই সময় মুখরোচক খাবার দেওয়ার প্রলোভনে তাদের নিজ বাড়িতে নিয়ে এক শিশুকে ধর্ষণ করে নুর ইসলাম। অন্য শিশুকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হলে ঘটনাটি কাওকে বলতে নিষেধ করে এবং বললে প্রাণনাশের হুমকি দেয়।

পরদিন বৃহস্পতিবার ধর্ষণের শিকার শিশু জ্বরে আক্রান্ত হলে বিষয়টি টের পায় পরিবার। পরে ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত নুর ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে যায়। শুক্রবার রাতে ধর্ষণের এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে নুর ইসলামকে আসামি করে মামলা দায়ের করা হয়।

এএইচ